ফ্রিম্যান হ্রাবোস্কিঃ বিজ্ঞানবিভাগে উচ্চশিক্ষায় সাফল্যের চারটি স্তম্ভ
1,205,927 plays|
Freeman Hrabowski |
TED2013
• February 2013
বার বছর বয়সে ফ্রিম্যান হ্রাবোস্কি মার্টিন লুথার কিং এর পাশে দাঁড়িয়ে হেঁটেছিল। এখন সে মেরীল্যাণ্ড বিশ্ববিদ্যালয়ের বাল্টিমোর কাউন্টির(ইউএমবিসি) প্রেসিডেন্ট, যেখানে সে কাজ করে যাচ্ছে এমন এক পরিবেশ তৈরির লক্ষ্যে যা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের সহযোগিতা করবে, বিশেষ করে আফ্রিকান আমেরিকান, ল্যাটিন এবং স্বল্প আয়ের শিক্ষার্থীদের-যাতে তারা গণিত ও বিজ্ঞানে ডিগ্রি নিতে পারে। সে আজ সবার সাথে ইউএমবিসি'র চারটি স্তম্ভ সবার সাথে ভাগ করে নিতে এসেছে।