তুমি আমায় খুঁজে পেলে
486,769 plays|
হেলেন জিলেট |
TEDWomen 2017
• November 2017
সেলো বাদিকা ও গায়িকা হেলেন জিলেট তার শাস্ত্রীয় সঙ্গীতে তালিম, নিউ অর্লিয়েন্সের জ্যাজ ঘরানা আর স্বতঃস্ফূর্ত সঙ্গীত দক্ষতার এক মাধুর্যময় মিশ্রণে তার নিজস্ব মনমুগ্ধকর ও প্রাণবন্ত শৈলীতে সঙ্গীত পরিবেশন করেছেন। এক শক্তিশালি আর ছন্দময় পরিবেশনায় তার নিবেদন "তুমি আমায় খুঁজে পেলে"।