জুলিয়ানা রোটিশ: আলাপ করুন বিআরসিকে- আফ্রিকার জন্য নির্মিত ইন্টারনেটের প্রবেশপথের সঙ্গে।
710,509 plays|
Juliana Rotich |
TEDGlobal 2013
• June 2013
উশাহিদি সফটওয়্যারের সহপ্রতিষ্ঠাতা, নাইরোবির জুলিয়ানা রোটিস জানাচ্ছেন যে আফ্রিকার সর্বত্র প্রযুক্তিভিত্তিক দলগুলোর খুব দ্রুত প্রসার ঘটছে। কিন্ত এই অঞ্চলের ঘন ঘন ব্ল্যাক আউট আর খামখেয়ালী ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, সংযোগ স্থাপন করা আর সংযুক্ত হয়ে থাকার অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই রোটিশ ও তার সহযোগীরা মিলে তৈরি করেছেন বি আর সি কে, যা উন্নয়নশীল বিশ্বকে স্থিতিস্থাপক সংযোগ ব্যবস্থা পেতে সাহায্য করছে।