স্যার কেন্ রবিনসনঃ শিক্ষায় বিপ্লব আনুন !
10,607,123 plays|
Sir Ken Robinson |
TED2010
• February 2010
উপকথার মত বিখ্যাত তাঁর ২০০৬-এর বক্তৃতার অনুবৃত্তি এই মর্মস্পর্শী, কৌতুকময় বর্তমান বক্তৃতায় স্যার কেন্ রবিনসন সবার জন্য একই ধাঁচের স্কুলের পরিবর্তে প্রত্যকের উপযোগী এক বৈপ্লবিক শিক্ষাব্যবস্থার উপস্থাপনা করেছেন যে ব্যবস্থার পরিমণ্ডলে বিকশিত হতে পারে শিশুদের সহজাত প্রতিভা ।