'স্বশিক্ষা' বিষয়ে সুগতা মিত্র'র নতুন গবেষণা
3,492,048 plays|
Sugata Mitra |
TEDGlobal 2010
• July 2010
শিক্ষা বিজ্ঞানী সুগতা মিত্র শিক্ষা বিষষক বৃহত্তম সমস্যাটি নিয়ে কাজ করেন সেটি হলো -- যেখানে সবচেয়ে ভালো স্কুল এবং শিক্ষক প্রয়োজন সেখানেই এগুলোর কোন অস্তিত্ব থাকে না। নয়া দিল্লি থেকে শুরু করে দক্ষিন আফ্রিকা, ইতালির বিভিন্ন যায়গায় ক্রমান্বয়ে বাস্তবধর্মী গবেষণায়, তিনি শিশুদের নিজস্ব-তত্ত্বাবধানে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেন এবং তার ফলাফল দেখেন, এই ফলাফল, শিক্ষাদান বিষয়ে আমাদের ধারণার বিপ্লব ঘটিয়ে দিতে পারে।